হেলিকপ্টার সফর বাতিল মুখ্যমন্ত্রীর; সড়ক পথে উদয়নারায়ণপুর যাচ্ছেন বন্যা পরিস্থিতি পরিদর্শনে

খারাপ আবহাওয়ার জের। খানাকুল সফর বাতিল মুখ্যমন্ত্রীর। বুধবার সকাল থেকে বৃষ্টির জেরে পূর্বনির্ধারিত খানাকুল সফর বাতিল মমতা ব্যানার্জির। খানাকুলে যে অস্থায়ী হ্যালিপ্যাড তৈরি করা হয়েছিল, টানা বৃষ্টির জেরে তাও জলমগ্ন।

জানা যাচ্ছে, খানাকুল না গেলেও সড়কপথে হাওড়ার উদয়নারায়ণপুর যাচ্ছেন মমতা। সেখানে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। ইতিমধ্যেই সড়কপথে উদয়নারায়ণপুরের জন্য রওনা দিয়েছেন তিনি।

সূত্রের খবর, রাজ্যের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে এদিন মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে একাধিক অভিযোগ করেছেন মমতা ব্যানার্জি।তিনি বলেন, ডিভিসি, মাইথন, পাঞ্চেত ব্যারেজ থেকে রাজ্যকে না জানিয়েই বিপুল পরিমাণ জল ছাড়া হচ্ছে। যার জেরেই রাজ্যের তিন জেলায় বন্যা পরিস্থিতি। রক্ষণাবেক্ষণ-এর অভাবে জলাধারগুলির জল ধারণের ক্ষমতাও কমে এসেছে। বিষয়টি তিনি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

Comments are closed.