মুখ্যমন্ত্রীকে দেখে এক রত্তিকে কোলে নিয়ে ছুটে গেলেন মা; ‘মমতার স্নেহের স্পর্শ’ ভাইরাল নেট পাড়ায় 

পরনে হালকা নীল রংয়ের কুর্তি, সাদা প্যান্ট, পায়ে চটি আর কোলে একরত্তি।  মুখ্যমন্ত্রীকে দেখেই কোলের শিশুকে নিয়ে ছুটে গেলেন সাধারণ চেহারার ‘মা’। নিরাপত্তারক্ষীরা আটকানোর চেষ্টা করলেও হার মানলেন মহিলার উচ্ছ্বাসের কাছে। মমতা ব্যানার্জিকে দেখে এতটাই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন যে নিরাপত্তা বেষ্টনী টপকানোর আগে দু’বারও ভাবেননি তিনি। উদ্দেশ্য, একবার কাছ থেকে দেখবেন তাঁর মুখ্যমন্ত্রীকে। মমতা ব্যানার্জিও ততক্ষণে দাঁড়িয়ে পড়েছেন। কোলের শিশুকে নিয়েই পা ছুঁলেন তৃণমূল নেত্রীর। মুখ্যমন্ত্রীও কাঁধ ধরে উঠে দাঁড় করিয়েছেন মহিলাকে। মা-শিশু দু’জনের গালে হাত দিয়ে আদর করেছেন।

সম্প্রতি নেট পাড়ায় এমনই কিছু ছবি ছড়িয়ে পড়েছে। যদিও এই প্রথম নয়, এর আগে পাহাড় সফরেও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীত্বের ঘেরাটোপ থেকে বেরিয়ে এসে একটি বাচ্চার সঙ্গে সময় কাটাচ্ছেন মমতা ব্যানার্জি। তবে সেখানে তিনি নিজে থেকে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু এক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে যেভাবে একজন সাধারণ রাজ্যবাসী আবেগতাড়িত হয়ে ছুটে এসেছেন, সম্প্রতি অতীতে এমনটা দেখতে পাওয়া গিয়েছে কিনা বলা মুশকিল। 

বিধানসভা ভোটের সময় মুখ্যমন্ত্রী পায়ে চোট পেয়ে এসএসকেএম-এ ভর্তি হয়েছিলেন। সে সময় এসএসকেএম চত্বরে দেখা গিয়েছিল এক ট্যাক্সি ড্রাইভারকে। উডবার্ন ওয়ার্ডের সামনেই একটি ফুটপাতের মতো জায়গায় প্লাস্টিক পেতে শুয়ে রয়েছেন। জানিয়ে ছিলেন, যতদিন তৃণমূল নেত্রী ভর্তি রয়েছেন তিনিও হাসপাতাল থেকে নড়বেন না। মুখ্যমন্ত্রী সুস্থ হলে তবেই বাড়ি ফিরবেন। তিনি কোনও তৃণমূল সমর্থক বা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। জানিয়েছিলেন, তিনি মুখ্যমন্ত্রীকে অভিভাবকের মতো ভালোবাসেন। সে সময় এই ঘটনা খুব আলোড়ন ফেলেছিল রাজনৈতিক মহলে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই মা-শিশুর যে ছবি ভাইরাল হয়েছে তা কবেকার জানা যায়নি। তবে মুখ্যমন্ত্রীর প্রতি এক রাজ্যবাসীর এই আবেগ নাড়া দিয়েছে অনেককে।      

Comments are closed.