তফসিলি জাতির জন্য চাকরিতে বাড়ল সংরক্ষণ, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের তফসিলি জাতির জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবার থেকে চাকরিতে ২২ শতাংশ সংরক্ষিত করা হল অনগ্রসর সম্প্রদায়ের জন্য।

বুধবার রাজ্যে নবগঠিত শিডিউল্ড কাস্ট অ্যাডভাইসরি কাউন্সিলের বৈঠক ছিল। সেই বৈঠক থেকেই সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সিধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তফসিলি জাতি উপজাতির উন্নয়নের জন্য বাজেট বাড়ানোর কথাও এদিন ঘোষণা করেন মমতা ব্যানার্জি।

এছাড়াও এদিন ফের একবার তফসিলি জাতি উপজাতির জন্য রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গত বছর ১৭ লক্ষ ৩৩ হাজারের বেশি SC সার্টিফিকেট দেওয়া হয়েছে। তফসিলি জাতি উপজাতির জন্য ইংরেজি মাধ্যম স্কুল তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্যের বলেও তিনি জানান। পাশাপাশি ছাত্র ছাত্রীদের ব্যাঙ্ক লোনে সুদের হার কমানোর কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে এ বছরের মধ্যেই ST, SC সম্প্রদায়ের মানুষের জন্য ২০ লক্ষ বাড়ি নির্মাণের কথাও ঘোষণা করা হয়।

বুধবার শিডিউল্ড কাস্ট অ্যাডভাইসরি কাউন্সিলের বৈঠকে দলিত সাহিত্যে আকাদেমীর সভাপতি তথা বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি, মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি তথা প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর সহ অনগ্রসর শ্রেণীর জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রত্যেকের কাছ থেকেই এদিন সুবিধা অসুবিধার কথা জানতে চান মুখ্যমন্ত্রী।

Comments are closed.