যশ মোকাবিলায় প্রশাসনের নেতৃত্বে মমতা, মঙ্গল ও বুধে থাকবেন উপান্নর কন্ট্রোল রুমে

যশ মোকাবিলায় মাঠে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে খবর, মঙ্গল এবং বুধবার সচিবালয়েই থাকবেন। পরপর দু’দিন সরেজমিনে গোটা পরিস্থিতি সামলাবেন মুখ্যমন্ত্ৰী। আমফানের সময় নবান্নে কন্ট্রোল রুমে ছিলেন মুখ্যমন্ত্রী। যশের ক্ষেত্রেও নিজে দাঁড়িয়ে থেকে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, বলে জানা যাচ্ছে।

ঘূর্ণিঝড় পরিস্থিতি সামাল দিতে নবান্নের পাশাপাশি অ্যানেক্স বিল্ডিং উপান্ন’য় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে নিজে হাজির থেকে কাজ দেখাশোনা করবেন মমতা ব্যানার্জি। গত বছর আমফানের সময় সারারাত নবান্নে বসে কাটিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই দুর্যোগ মোকাবিলা করেছিলেন। তারপরেই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন ত্রাণ কাজে। এবারও সেই একই পথে হাঁটতে চলেছেন বলে মনে করা হচ্ছে।

গত সপ্তাহে যশের পূর্বাভাস পাওয়ার পর আমলাদের প্ৰস্তুত থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শনিবার থেকেই প্রশাসনের কর্তারা ঘূর্ণিঝড় মোকাবিলায় মাঠে নেমে পড়েছেন। নবান্ন সূত্রে খবর, যশ মোকাবিলায় প্রতিটি পদক্ষেপের ওপর নিজে নজর রাখছেন মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি।

মৌসম ভবন সূত্রের খবর, বুধবার সকালে উত্তর বঙ্গোপসাগরে বাংলা-ওড়িশা উপকূলে অবস্থান করবে যশ। ওইদিন দুপুরের পর পারাদ্বীপ ও সাগরদ্বীপের মাঝে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। জেলায় জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে সতর্কতামূলক প্রচার।

তবে হাওয়া অফিস সূত্রের খবর যশের গতিবেগ ঘণ্টায় থাকবে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার।

Comments are closed.