পেট্রল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধি, রাজ্যে তেলের দাম ১ টাকা কমালেন মুখ্যমন্ত্রী

গত প্রায় দু’সপ্তাহ ধরে লাগাতার উর্ধ্বমুখী পেট্রল-ডিজেলের দাম। এই অবস্থায় রাজ্যের মানুষকে কিছুটা সুরাহা দিতে পেট্রল-ডিজেলের উপর রাজ্যের তরফে বসানো শুল্কে কিছুটা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পেট্রল-ডিজেলের উপর শুল্কে ১ টাকা করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এদিন তিনি বলেন, গত কয়েক বছরে পেট্রোপণ্যের উপর প্রায় ১১ টাকা সেস বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। যার ফলে, যেখানে ২০১৬ সালে এখানে পেট্রোলের দাম ছিল লিটার পিছু ৬৫.১২ টাকা এখন তা বেড়ে হয়েছে ৮৩.৭৫ টাকা।
ডিজেলের দাম সে সময় প্রতি লিটার ৪৮.৮০ টাকা থেকে এখন বেড়ে হয়েছে ৭৫.৮২ টাকা। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ঘোষণার পর সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, অপর্যাপ্ত হলেও সরকার ১ টাকা কর ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে। তাঁর দাবি, সোমবার পেট্রোপণ্যের মূল্যবৃধির প্রতিবাদে তাঁরা যে হরতাল ডেকেছিলেন, তার সাফল্যের জন্য চাপে পড়ে আজ মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। যেভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে প্রভাব পড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামেও। বিশেষজ্ঞদের আশঙ্কা ডলারের তুলনায় টাকার দামে পতনের ফলে পেট্রোপণ্যের দাম আরও বাড়তে পারে।

Comments are closed.