অসমে ভূমিকম্প, টের পাওয়া গেল এরাজ্যেও

বুধবার সকালে মাঝারি মানের ভূ-কম্পন্নে কেঁপে উঠল অসমের কোঁকড়াঝাড় জেলা। জানা গেছে, রিখটার স্কেলে এই ভূ-কম্পনের মাত্রা ছিল ৫.৫ ম্যাগনিটিউড। এদিন সকাল ১০টা ২০ নাগাদ এই কম্পন অনুভূত হয়। জানা গেছে, কম্পনের উৎসস্থল ছিল অসমের ধুবড়ি জেলার অন্তর্গত সপ্তগ্রামের মাটির ১৩ কিলোমিটার গভীরে। এই কম্পনে হতাহতের খবর কিছু পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিংয়ের পাশাপাশি সুদূর আন্দামান থেকেও এদিনের কম্পন টের পাওয়া গেছে। কম্পণ অনূভুত হয়েছে উত্তর-পূর্বের একাধিক রাজ্য থেকেও। এদিনের কম্পনে অসমের কিছু অংশে তীব্র আতঙ্ক ছড়ায়, লোকজন ঘড়-বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও।

Comments are closed.