ঝাড়খণ্ডে কয়লা খনিতে ধস, ৫০ জনের বেশি শ্রমিক আটকে থাকার আশঙ্কা

ঝাড়খণ্ডের ধানবাদে একটি পরিত্যক্ত কয়লা খনি ধসে কমপক্ষে ৫০ জন আটকে পড়েছেন।  পরিত্যক্ত ওই কয়লা খনিতে অবৈধ খনন চলছিল বলে জানা গিয়েছে।

এক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ঝাড়খণ্ডে ওই কয়লা খনিতে কাজ করছিলেন বেশ কয়েকজন। হঠাৎ ধসে পড়ে খনির একাংশ। আটকে পড়েন প্রায় ৫০ জন শ্রমিক। তবে খনিটি অবৈধ ছিল বলেই জানা গিয়েছে।

এই বছরের ফেব্রুয়ারিতে ধানবাদে আরকটি অবৈধ কয়লা খনি ধসে পড়ে। ২৪ জনের বেশি শ্রমিক চাপা পড়ে মারা যান। সিল করে দেওয়া হয় ওই কয়লা খনি।

 

Comments are closed.