৩ বিধানসভা উপ-নির্বাচনে বাম-কংগ্রেস জোট! করিমপুরে প্রার্থী দিয়ে খড়গপুর ও কালিয়াগঞ্জ আসন কংগ্রেকে ছাড়ল সিপিএম

লোকসভা ভোটের আগে তিক্ততার মধ্যে দিয়ে বামেদের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা ভেস্তে গিয়েছিল। তারপর লোকসভার রেজাল্টেই পরিষ্কার হয়ে যায়, এই আসন সমঝোতা ভেস্তে যাওয়ায় তীব্র মেরুকরণের পরিবেশ তৈরি হয় তৃণমূল এবং বিজেপির মধ্যে। যার জেরে তীব্র ধাক্কা খায় বাম এবং কংগ্রেস। এই আসন সমঝোতা ভেস্তে যাওয়ায় বাম-কংগ্রেসের মধ্যে তিক্ততা এমন জায়গায় পৌঁছায়, বিমান বসু এবং সোমেন মিত্র কার্যত বিষোদগার করেছিলেন একে অন্যের বিরুদ্ধে।
এবার সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্যে আসন্ন ৩ টি কেন্দ্রে উপ-নির্বাচনে আসন সমঝোতার রাস্তায় হাঁটল বাম এবং কংগ্রেস। আগামী ২৫ শে নভেম্বর খড়গপুর, করিমপুর এবং কালিয়াগঞ্জে বিধানসভা উপ-নির্বাচন। শুধুমাত্র করিমপুর আসনে সিপিএম প্রার্থী ঘোষণা করে বাকি দুটি আসন ছেড়ে দিল কংগ্রেসকে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিলেন, খড়গপুর এবং কালিয়াগঞ্জে তাঁরা কংগ্রেসকে সমর্থন করবেন। করিমপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী হচ্ছেন গোলাম রাব্বি। তরুণ মুখকে প্রাধান্য দিয়ে ৪১ বছরের আইনজীবী গোলাম রাব্বিকে প্রার্থী করল সিপিএম। বিমান বসু জানিয়েছেন, তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সমস্ত ভোটকে একত্রিত করতে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার পথ বেছে নিয়েছেন তাঁরা।

 

Comments are closed.