প্রাথমিক গণনায় বড় ধাক্কা বিজেপির। রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিশগড়ে এগিয়ে কংগ্রেস

একেবারেই হয়তো প্রাথমিক অবস্থা, তবু প্রবণতা বলছে, পাঁচ রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে ধাক্কা খেতে চলেছে বিজেপি। রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্য প্রদেশ তিন রাজ্যেই এগিয়ে রয়েছে কংগ্রেস। শুধু তাই নয় ছত্তিশগড়ে বিজেপির টানা তিনবারের মুখ্যমন্ত্রী রমণ সিংহ নিজে হারছেন কংগ্রেস প্রার্থীর কাছে। হিন্দি বলয়ের এই তিন রাজ্যে কংগ্রেসের জয় মানে স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে মোদী-অমিত শাহের কাছে বিরাট বড় ধাক্কা। তেলেঙ্গানায় এগিয়ে রয়েছে টিআরএস।
সকাল ৮ টায় গণনা শুরু হয়েছে পাঁচ রাজ্যের। প্রথম থেকেই রাজস্থানে এগিয়ে ছিল কংগ্রেস। কিন্তু মধ্য প্রদেশ এবং ছত্তিশগড়ে এগিয়ে শুরু করেছিল বিজেপি। কিন্তু ঘন্টাখানের গণনার পর মধ্য প্রদেশ এবং ছত্তিশগড়েও এগিয়ে যায় কংগ্রেস।
এই খবর লেখার সময় পর্যন্ত রাজস্থানে ১৯৯ টি আসনের মধ্যে কংগ্রেস ৯০ টি এবং বিজেপি ৭০ টি আসনে এগিয়ে আছে। মধ্য প্রদেশে ২৩০ টি আসনের মধ্যে কংগ্রেস ১১২ টি এবং বিজপেই ১০৫ টি আসনে এগিয়ে। ছত্তিশগড়ে ৯০ টি আসনের মধ্যে কংগ্রেস ৪৮ টি এবং বিজেপি ২৮ টি সিটে এগিয়ে।

Comments are closed.