মহারাষ্ট্রে সরকার গড়ার পথে আরও এক ধাপ এগোল শিবসেনা-এনসিপি-কংগ্রেস, শনিবার রাজভবনে যাচ্ছেন তিন দলের নেতারা

সরকার গঠন নিয়ে মহারাষ্ট্রে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের তৎপরতা আরও তুঙ্গে উঠল। শুক্রবার তিন দলের নেতারা দফায় দফায় বৈঠক করেন। শনিবার তিন দলের এক প্রতিনিধি দল ভগৎ সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করতে যাবেন রাজভবনে। সরকারিভাবে নেতারা দাবি করছেন, রাজ্যের কৃষকদের সঙ্কট এবং ক্রমবর্ধমান বেকারি নিয়ে বিগত সরকারের ব্যর্থতার ব্যাপারে তাঁরা রাজ্যপালের সঙ্গে কথা বলবেন। অন্য একটি সূত্রের খবর, তাঁরা যে সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন তিন দলের নেতারা সেটাও রাজ্যপালকে জানিয়ে আসবেন। ন্যূনতম অভিন্ন কর্মসূচির খসড়া চূড়ান্ত হয়ে গিয়েছে। এবার সেটা তিন দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায়। রাজনৈতিক সূত্র জানাচ্ছে, শনিবারের মধ্যেই ওই কর্মসূচির খসড়া অনুমোদন পেয়ে যেতে পারে। রবিবার রাজ্যপালের কাছে নেতারা আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের প্রস্তাবও দিতে পারেন। শুক্রবার এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে এবার শিবসেনার প্রতিনিধিই বসবেন। এই সরকার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবে। সূত্রের খবর, শিবসেনাকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার ব্যাপারে এনসিপি ও কংগ্রেসের কোনও আপত্তি নেই। খুব বেশি হলে দু’দলের মধ্যে কোনও একটি দল উপ-মুখ্যমন্ত্রীর পদ চাইতে পারে। এমনও হতে পারে, ওই দুই দলের মধ্যে স্পিকার এবং উপ-মুখ্যমন্ত্রীর পদ ভাগ করে দেওয়া হবে।

 

Comments are closed.