কনস্টেবল থেকে এএসআই পদের পরীক্ষা, স্যাটে যাচ্ছেন ৩২৬ জন

কনস্টেবল থেকে এএসআই পদে উন্নীত হওয়ার পরীক্ষায় বাতিল হওয়া ৩২৬ জন প্রার্থী স্যাটে যাচ্ছেন। রিপোর্ট রাইটিংয়ের নিয়ম না-মানার কারণে তাঁদের বাতিল করা হয়। বিষয়টি নিয়ে তাঁরা আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বলছেন বলে সূত্রের খবর। আইনি পথেই তাঁরা এগতে চাইছেন।

ডিসেম্বর মাসে কনস্টেবল থেকে এএসআই পদে উন্নীত হওয়ার পরীক্ষা নেওয়া হয়। এতে একটি ধাপ ছিল রিপোর্ট রাইটিং। অর্থাৎ কোনও ঘটনাস্থল ঘুরে দেখার পর থানায় ফিরে কীভাবে তাঁরা গোটা বিষয়টি লিখবেন। রাজ্য পুলিস সূত্রের খবর, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছিল, চিঠির বয়ান লেখার পর নীচে কোনও কনস্টেবল নিজের নাম লিখতে পারবেন না।

ওই জায়গায় এবিসিডি লিখতে হবে। উত্তরপত্র দেখার সময় নিরপেক্ষতা যাতে বজায় থাকে সেজন্যই এটি করা হয়েছিল। এই সংক্রান্ত নির্দেশিকা প্রশ্নের মধ্যে ছিল না। সেটি উত্তরপত্রে লেখা ছিল কিন্তু বেশিরভাগ কনস্টেবল  তা ভালোভাবে পড়েননি। দেখা যাচ্ছে, নীচের অংশে নাম লিখে ফেলে ৩২৬ জন বাতিল হয়ে গিয়েছেন। অথচ তাঁরা আইন, জিকে-সহ অন্য বিষয়ে ভালো মার্কসই পেয়েছেন। এই বিষয়টি বিবেচনা করার জন্য তাঁরা রাজ্য পুলিসের ডিজির কাছে চিঠি পাঠালেও কোনও সাড়া মেলেনি। আধিকারিকরা এনিয়ে কোনও জবাব না দেওয়ায় সংশ্লিষ্ট পুলিস কর্মীরা স্যাটের দ্বারস্থ হওয়ার জন্য তোড়জোড় শুরু করেছেন বলে খবর।

Comments are closed.