SSC গ্রুপ-ডি নিয়োগ নিয়ে ফের দায়ের মামলা, সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেলেন বিতর্কিত চাকরি প্রাপকরা 

এসএসসি গ্রুপ-ডি নিয়োগ মামলায় বিতর্কিত ২৫ জন চাকরি প্রাপকরের বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চ। শুক্রবার  সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে বলে খবর। ২৫ জন বিতর্কিত চাকরি প্রাপকের মধ্যে তিন জন এই মামলা দায়ের করেছেন বলে জানা গিয়েছে।  

একই সঙ্গে মামলা চলাকালীন  আরও ৫৪২ জনের নিয়োগ নিয়েও অভিযোগ করেন মামলাকিরার। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ওই ৫৪২ জনের নিয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখে বেতন বন্ধের নির্দেশ দেয় কমিশনকে। কোর্ট সূত্রে খবর, ওই ৫৪২ জনও মামলায় যুক্ত হতে চেয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন। চাকরি প্রাপকদের দাবি, আদালতের সিঙ্গেল বেঞ্চ তাঁদের বক্তব্য না শুনেই একতরফা ভাবে বেতন বন্ধের নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে, এসএসসি নিয়োগ মামলার পরবর্তী শুনানির দিনই চাকরি প্রাপকদের দায়ের করা মামলারও একই সঙ্গে শুনানি হবে। 

উল্লেখ্য, এই মামলায় ইতিমধ্যেই সাময়িক স্বস্তি পেয়েছে রাজ্য। নিয়োগের দুর্নীর্তির তদন্তের জন্য সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য, কমিশন এবং পর্ষদ। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ ৩ সপ্তাহের জন্য সিবিআই অনুসন্ধানের নির্দেশে স্থগিত দিয়েছে।   

Comments are closed.