অভিষেকের দায়ের করা মামলায় অমিত শাহকে সমন আদালতের, সোমবার হাজিরার নির্দেশ

২০১৮ সালে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ করেন শাহ

অভিষেক ব্যানার্জির দায়ের কড়া মানহানি মামলায় অমিত শাহকে সমন জারি করল বিধায়ক-সাংসদ আদালত। আগামী ২২ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১০ টায় আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত। 

২০১৮ সালের মে মাসে মেয়ো রোডে বিজেপির সমাবেশ থেকে অমিত শাহ তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ করেন। ২৮ অগাস্ট অমিত শাহের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়। সেই মামলাতেই আগামী সোমবার বিধাননগরের এমপি-এমএলএ আদালতে হাজির হতে হবে অমিত শাহ বা তাঁর আইনজীবীকে। 

২০১৮ সালে কলকাতার মেয়ো রোডে বিজেপির সভা থেকে অমিত শাহ অভিযোগ করেছিলেন, অভিষেক ব্যানার্জি সারদা, রোজভ্যালির মতো বেআইনি অর্থলগ্নি সংস্থার আর্থিক তছরুপে যুক্ত ডায়মন্ড হারবারের সাংসদ। পাশাপাশি কেন্দ্র যে টাকা রাজ্যকে পাঠায় সেই টাকা নিয়েও অনিয়মের অভিযোগ করেছিলেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। যুব তৃণমূল সভাপতির দাবি, মনগড়া অভিযোগে সম্মানহানি হয়েছে তাঁর মতো জন প্রতিনিধির। ২৮ অগাস্ট এই মর্মে মানহানির মামলা দায়ের করেন অভিষেক ব্যানার্জি। সেই মামলাতেই শুক্রবার এমপি-এমএলএ আদালত অমিত শাহ বা তাঁর কৌশুলিকে সোমবার সকাল ১০ টায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

Comments are closed.