4 pm শুরু ১৮ র উর্ধ্বে টিকাকরণের রেজিস্ট্রেশন, জানেন কীভাবে আবেদন করবেন?
তৃতীয় দফার টিকাকরণের হবে 'National Vaccination Program'-এর আওতায়
মাঝে মাত্র আর দু’দিন। দেশজুড়ে ১ মে থেকে শুরু হচ্ছে তৃতীয় দফার ভ্যাকসিনেশন। ১৮ বছরের উর্ধ্বে যে কোনও ব্যক্তি নিতে পারবেন ভ্যাকসিন। বুধবার বিকেল ৪টে থেকে নাম নথিভুক্তকরণের কাজ শুরু হবে।
দুই দফার ভ্যাকসিনেশন আগেই শুরু হয়েছে। টিকাকরণে যুব প্রজন্মকে অন্তর্ভুক্ত করতে ১৯ এপ্রিল টিকাকরণের বিষয়ে নতুন করে নির্দেশিকা জারি করে কেন্দ্র। নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে ১৮ বছরের উর্ধ্বের ব্যক্তিরাও টিকা নিতে পারবেন।
বুধবার টিকাকরণের বিষয় নিয়ে আরোগ্য সেতু অ্যাপ-এর তরফ থেকে একটি ট্যুইট করা হয়। ট্যুইটে রয়েছে, ১৮বছরের ঊর্ধ্বের ব্যক্তিরা টিকা নিতে চাইলে বিকেল ৪টে থেকে cowin.gov.in -এ গিয়ে রেজিস্ট্রেশন করুন। এছাড়াও আরোগ্য সেতু ও উমঙ্গ অ্যাপে রেজিস্টার করা যাবে।
দেশে তৃতীয় দফার টিকাকরণে প্রস্ততকারীদের ৫০ শতাংশ টিকা কেন্দ্রীয় সরকারকে দেবে। বাকি ৫০ শতাংশ রাজ্য সরকার ও খোলা বাজার মিলবে।
তৃতীয় দফার টিকাকরণের হবে ‘National Vaccination Program’-এর আওতায়। অবশ্যই cowin প্লাটফর্মের সমস্ত প্রোটোকল মেনে করতে হবে এই কাজ। কেন্দ্রীয় সরকারের বিধি মেনেই করতে হবে টিকাকরণ। তবে এখনও স্বাস্থ্যকর্মী, প্রথম সারির কর্মচারী এবং ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিদের সরকারি টিকা কেন্দ্রগুলিতে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।
Comments are closed.