প্রশাসনের ‘না’ সত্ত্বেও দাড়িভিটে সমাবেশ সিপিএমের, একযোগে তৃণমূল-বিজেপিকে আক্রমণ ইয়েচুরি, সেলিমেরঃ দেখুন ফটো গ্যালারি

শেষ পর্যন্ত প্রশাসনের হুঁশিয়ারিকে উপেক্ষা করেই উত্তর দিনাজপুরের দাড়িভিটে সমাবেশ করল সিপিএম। দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিমের এই সমাবেশকে কেন্দ্র করে গত তিন দিন ধরে চলছিল টানাপোড়েন। বুধবার রাতে জেলা প্রশাসন জানিয়েছিল, সভার অনুমতি দেওয়া যাবে না। মহম্মদ সেলিমও ট্যুইট করে পালটা চ্যালেঞ্জ ছোড়েন, যে কোনও মূল্যে সভা হবেই।

সেই অনুযায়ী এদিন দুপুরে শুরু হয় দাড়িভিটের সভা। প্রসঙ্গত, মাস চারেক আগে এই স্কুলে শিক্ষকের দাবিকে কেন্দ্র করে ছাত্র বিক্ষোভ চলছিল। অভিযোগ, সেখানে পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যু হয়। যদিও পুলিশ গুলি চালানোর কথা অস্বীকার করে। বেকারদের চাকরির দাবি এবং দাড়িভিটে পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তার বিরোধিতায় দাড়িভিটে সমাবেশের ডাক দিয়েছিল সিপিএম।

এদিনের সমাবেশ থেকে তৃণমূল এবং বিজেপি দু’দলের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক ভাষণ দেন ইয়েচুরি এবং সেলিম। দু’জনেই অভিযোগ করেন, বিজেপি এবং তৃণমূল কেন্দ্রে এবং এরাজ্যে একই কাজ করছে। দু’দলকেই হারাতে হবে।

Comments are closed.