বাংলা, ত্রিপুরার পর কেরলেও বিপর্যয়ের মুখে বামেরা, কংগ্রেস এগিয়ে ১৬ আসনে, বামেরা ২ কেন্দ্রে

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার পর এবার কেরলেও বাম বিপর্যয়ের ইঙ্গিত। গণনা শুরুর ঘন্টা চারেক বাদে কেরলের ২০ টি লোকসভা কেন্দ্রে ১৬ টিতে এগিয়ে রয়েছে কংগ্রেস। মোট ভোটের ৩৬.৮ শতাংশ পেয়েছে কংগ্রেস। সিপিএম পরিচালিত এলডিএফ মাত্র ২ টি কেন্দ্রে এগিয়ে রয়েছে। সিপিএম ও সিপিআই যথাক্রমে ২৫.৭৯ এবং ৫.৬১ শতাংশ ভোট পেয়েছে এখনও পর্যন্ত।
ওয়েনাড় লোকসভা কেন্দ্রে সিপিআই প্রার্থী পি পি সুনীরের চেয়ে ১ লক্ষ ৭২ হাজার ৯৮৮ টি ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিরুবনন্থপুরম কেন্দ্রে কংগ্রেস প্রার্থী শশী থারুর ১৩ হাজার ৬৮২ টি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কুম্মানম রাজশেখরণের চেয়ে। কান্নুর কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী সাংসদ কে সুধাকরণ ৩০ হাজার ৩৫৩ ভোটে এগিয়ে রয়েছেন সিপিএম প্রার্থী পি কে শ্রীমতীর থেকে। সাবরীমালা মন্দির ইস্যু নিয়ে যে কেন্দ্র থেকে বিজেপি জয়ের আশা রেখেছিল, সেই পাঠানামথিত্তা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আন্টো আন্টনি এগিয়ে রয়েছেন ২৫ হাজারের বেশি ভোটে।

Comments are closed.