দিল্লি যাচ্ছেন না মুখ্যসচিব, ডিজি, গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে পাঠানো চিঠিতে কী? পড়ুন

ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা নিয়ে ক্রমেই তুঙ্গে কেন্দ্র-রাজ্য চাপানউতোর। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিশদ আলোচনার জন্য আগামী সোমবার বেলা সওয়া ১২ টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের চেম্বারে তলব করা হয়েছিল রাজ্যের মুখ্যসচিব আলাপন ব্যানার্জি ও ডিজি বীরেন্দ্রকে। নবান্ন সূত্রে খবর তাঁরা দিল্লি যাচ্ছেন না। কেন দিল্লি যাচ্ছেন না, তা লিখিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে জানিয়েও দেওয়া হয়েছে।

পড়ুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে লেখা মুখ্য সচিবের চিঠি 11 Dec 2020 16.43

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে রাজ্যের মুখ্যসচিব আলাপন ব্যানার্জি তদন্তের গতিপ্রকৃতি জানিয়েছেন। পাশাপাশি জে পি নাড্ডার জেড প্লাস নিরাপত্তা বলয়ে অন্য গাড়ি ঢুকে পড়েছিল বলে আলাপন ব্যানার্জি লিখেছেন। মামলায় এখনও ৩ টি মামলা দায়ের হয়েছে, গ্রেফতার ৭ জন। তদন্ত এগিয়ে নিয়ে যেতে তাঁদের অকুস্থলে থাকা জরুরি। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব যেন বৈঠকে রাজ্যের আমলাদের না থাকার বিষয়টি অনুমোদন করেন। রাজ্য সরকার এই ইস্যুকে অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্ব দিয়ে দেখছে। 

Comments are closed.