ডলারের তুলনায় ভারতীয় টাকার দামে সর্বকালীন পতন

১ মার্কিন ডলার এখন ভারতীয় মুদ্রায় ৭০ টাকা! মঙ্গলবার সকালে ডলারের তুলনায় টাকার মূল্যে সর্বকালীন পতন হয়েছে। এদিন সকালে বাজার খোলার পর সকাল সাড়ে ১০ টা নাগাদ ১ ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার অঙ্কের পরিমান দাঁড়ায় ৭০.০৮। এদিন বাজার খোলার সময়ে প্রথমে টাকার মূল্য ছিল ৬৯.৮৪। পরে তা আরও বেড়ে ৭০ এর গন্ডিও টপকে যায়। পরে অবশ্য কিছুটা ওঠে ডলারের তুলনায় টাকার দাম। শুক্রবার বাজার বন্ধের সময় ডলারের তুলনায় টাকার মূল্য ছিল ৬৮ টাকার কাছাকাছি। আর্থিক বিশেষজ্ঞদের মতে তুরস্কে তৈরি হওয়া আর্থিক সঙ্কটের জেরেই টাকার দামে এদিন এই রেকর্ড পতন হয়েছে। ১ ডলারের দাম ৭০ টাকার কোঠা পার করায় নাম না করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

Comments are closed.