রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সি ভি আনন্দ বোস, রাজভবনে উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জি

রাজ্যপাল পদে শপথ গ্রহণ করলেন সি ভি আনন্দ বোস। তাঁকে শপথবাক্য পাঠ করালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজভবনে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ছিলেন প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। রাজ্যপাল হিসেবে সি ভি আনন্দ বোসের নাম ঘোষণার পরেই ১৮ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সি ভি আনন্দ বোসকে ফোন করেন। ফোনেই শপথগ্রহণের জন্য এদিন ঠিক করা হয়। এদিন রাজ্যপালের জন্য ১০০টি রসগোল্লা পাঠান মমতা ব্যানার্জি।

মঙ্গলবার কলকাতায় আসেন নতুন রাজ্যপাল। তাঁকে গার্ড অফ অনার নিয়ে স্বাগত জানানো হয়। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। প্রাক্তন আরএএস অফিসার সি ভি আনন্দ বোস কেরলের বাসিন্দা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রবেশনারি হিসেবে প্রথম চাকরিতে কলকাতাতেই কর্মজীবন শুরু। রাজ্যপাল হিসেবে তাঁর নাম ঘোষণার পরই সি ভি আনন্দ বোস বলেছেন, ব্যাঙ্কের কর্তা হিসেবে আমার কর্মজীবন শুরু হয়েছিল কলকাতায়। বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে আমার পরিচিত আছে। তিনি বলেন কথা দিচ্ছি, প্রতিদিন আমি অন্তত একটা বাংলা শব্দ শিখব। বিভিন্ন ভাষায় পন্যাস, ছোট-বড় গল্প, কবিতা এবং প্রবন্ধ মিলিয়ে ৪০টি বই লিখেছেন তিনি। শপথগ্রহণের পর ফের দিল্লিতে যাবেন রাজ্যপাল। সেখানে তিনি সৌজন্য সাক্ষাৎকার করবে রাষ্ট্রপতি দ্রৌপদীমুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

Comments are closed.