ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’, রাজ্যে সতর্কতা জারি করল আলিপুর হাওয়া অফিস 

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’। মৎসজীবীদের জন্য আগাম সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে মৎসজীবীদের উপকূলে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে শক্তি বাড়িয়েছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত থেকে তৈরি নিম্নচাপ থেকেই জন্ম নেবে ঘূর্ণিঝড় ‘অশনি’। 

আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে ভারী বৃষ্টি হতে চলেছে রাজ্যে। পূর্বাভাস অনুযায়ী, ১০ থেকে ১৩ মে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভবনা জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি এখনই তাপপ্রবাহের সম্ভবনা নেই বলে স্বস্তির খবর জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও শনিবারের পর থেকে আবহাওয়ার ফের পরিবর্তন হওয়ার সম্ভবনা রয়েছে। 

ঘূর্ণিঝড় ‘অশনি’ মোকাবিলায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য প্রশাসন। উপকূলবর্তী জেলাগুলোতে জেলা প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে আলোচনা করা হয়েছে। সেই সঙ্গে ত্রাণ কার্য নিয়েও প্রস্তুতি সেরে রাখা হচ্ছে বলে খবর।       

Comments are closed.