কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় শুরু বৃষ্টি, কী অবস্থা ‘অশনি’র ?

কিছুটা শক্তি ক্ষয় হয়েছে ‘অশনি’র। বিধ্বংসী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণি ঝড়ে রূপ নিচ্ছে। মঙ্গলবার হওয়া অফিস থেকে এমনটাই জানানো হয়েছে। আবহাওয়াবীদদের একাংশের মতে, এ যাত্রায় ‘অশনি’র স্থলভূমিতে আছড়ে পড়ার সম্ভবনা কম। যদিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভবনা থাকছেই।

ইতিমধ্যেই মেঘে ঢেকেছে কলকাতার আকাশ। শুরু হয়েছে বৃষ্টিও। আলিপুর আবহাওয়া দফতর থেকে এদিন সকালেও জানানো হয়েছে, ১০ থেকে ১৩ মে কলকাতা সহ আশেপাশের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া সহ দুই ২৪ পরগনায় মাঝারি বৃষ্টি হবে। তবে বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব মেদনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

এদিকে ইয়াসের অভিজ্ঞতা থেকে ‘অশনি’ মোকাবিলায় সব রকম প্রস্তুতি সেরে রাখছে প্রশাসন। দীঘা সহ সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে NDRF টিম মোতায়েন করা হয়েছে। ক্রমাগত মাইকের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে ফ্লাড সেন্টারগুলোতেও পর্যাপ্ত ত্রাণ মজুত রাখার কাজ চলছে। এদিকে বিপর্যয় মোকাবিলায় কলকাতা পুরসভার তরফেও বিশেষ দল প্রস্তুত রাখা হয়েছে।

Comments are closed.