সকাল থেকেই মেঘলা আকাশ, ‘মিগজাউম’-এর প্রভাবে কোন কোন জেলায় বৃষ্টি

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব দেখা দিচ্ছে বাংলায়ও। সকাল থেকেই মেঘলা আকাশ, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় মিগজাউমের প্ৰভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে ‘মিগজাউম’। মঙ্গলবার দুপুরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং নেল্লোরের মাঝখান দিয়ে ঘন্টায় ৯০-১০০ কিমি গতিবেগে স্থলভাগে আছড়ে পড়বে। সেই সঙ্গে হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১১০ কিমি। 

মিগজাউমের প্ৰভাবে মঙ্গলবার থেকেই বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে। 

বুধবারও জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস রয়েছে। ভিজতে পারে, কলকাতা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায়। পাশপাশি বৃহস্পতিবারও জেলায় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Comments are closed.