দাড়িভিটে ইয়েচুরি-সেলিমের সভা ঘিরে টানাপোড়েন, মঞ্চ বাঁধছে সিপিএম। সভায় না প্রশাসনের

১৯ শে জানুয়ারি সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর দাড়িভিট কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হচ্ছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। টানাপোড়েন চলছে সিপিএমের সঙ্গে প্রশাসনের। সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিমের ১৯ তারিখ দাড়িভিটে জনসভা করার কথা। কিন্তু বুধবার সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে সিপিএমের স্থানীয় নেতৃত্বকে জানানো হয়, জনসভা করা যাবে না। তাতে এলাকায় অশান্তি ছড়াতে পারে। সিপিএম সাংসদ মহম্মদ সেলিমও ট্যুইট করে পালটা হুঁশিয়ারি দিয়েছিলেন জেলা প্রশাসনকে। জানিয়েছিলেন, জনসভা তাঁরা করবেনই।
এই নিয়ে বৃহস্পতিবারের পর শুক্রবারও সারাদিন টানাপোড়েন চলল ইসলামপুরের দাড়িভিট এলাকায়। এদিন সকাল থেকে স্থানীয় সিপিএম কর্মীরা কর্মসূচির জন্য দাড়িভিটে মঞ্চ বাঁধতে শুরু করেন। এদিনও জেলা প্রশাসন জানিয়েছে, আইন-শৃঙ্খলার স্বার্থে জনসভা করা যাবে না। মহম্মদ সেলিম জানান, যাঁরা মানুষে-মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, যাঁরা হিন্দু-মুসলমান গণ্ডগোল পাকানোর চক্রান্ত করছে সরকার তাদের সাহায্য করছে। আর আমরা সম্প্রীতির দাবিতে সভা করতে চাইলে বাধা দেওয়া হচ্ছে, সভা হবেই। শনিবার সকালে দিল্লি থেকে ইয়েচুরির বাগডোগরা হয়ে সরাসরি দাড়িভিট পৌঁছানোর কথা। কিন্তু শুক্রবার সন্ধ্যে পর্যন্ত এই সভা নিয়ে টানাপোড়েন চলছে সিপিএমের সঙ্গে জেলা প্রশাসনের।

Comments are closed.