দাড়িভিটে ইয়েচুরি, সেলিমের সভা বাতিল করল প্রশাসন

দাড়িভিটে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সভার অনুমতি বাতিল করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। আগামী ১৯ শে জানুয়ারি ইসলামপুরের দাড়িভিটে সভার জন্য অনুমতি চেয়েছিল সিপিএম। এই সভায় উপস্থিত থাকার কথা ছিল সীতারাম ইয়েচুরি এবং রায়গঞ্জের সিপিএমে সাংসদ মহম্মদ সেলিমের।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে দাড়িভিট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্র-ছাত্রীদের আন্দোলনে গুলি চালানোর অভিযোগ ওঠে। মৃত্যু হয় রাজেশ সরকার ও তাপস বর্মণ নামে দুই ছাত্রের। ছাত্র-ছাত্রীদের আন্দোলনে গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে শুরু হয় তীব্র রাজনৈতিক বিতর্ক। কিন্তু সেই অভিযোগ খারিজ করে পুলিশ জানায়, গুলি চালানো হয়নি, বরং বহিরাগতদের এনে গণ্ডগোল পাকিয়েছে বিজেপি। এর প্রতিবাদে বনধ ডাকে বিজেপি। কয়েক মাস বন্ধ থাকে দাড়ভিট উচ্চবিদ্যালয়। বেশ কয়েক মাস কেটে গেলেও এখনও থমথমে দাড়িভিটের পরিবেশ।
এই পরিস্থিতিতে বেকারের কাজের দাবিতে এবং গুলি চালনার প্রতিবাদে দাড়িভিটে সভার উদ্যোগ নেয় সিপিএমের যুব শাখা ডিওয়াইএফআই। শনিবার হওয়ার কথা ছিল এই সভার। বৃহস্পতিবারই প্রশাসন সভার অনুমতি বাতিল করায় ক্ষোভ প্রকাশ করেছে সিপিএম। যে কোনও সভা করার হুমকি দিয়েছে তারা। যদিও প্রশাসন জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্যই সভার অনুমতি বাতিল করা হয়েছে।

Comments are closed.