হলদিবাড়ি নয় দার্জিলিং মেল চলুক এনজিপি থেকে; ফের একবার যাত্রাপথ বদলের প্রস্তাব জমা পড়ল রেল বোর্ডে 

ফের কি বদলে যেতে চলেছে দার্জিলিং মেলের যাত্রাপথ? রেল বোর্ডে প্রস্তাব জমা পড়ায় ফের একবার জল্পনা শুরু হয়েছে। দার্জিলিং মেলকে পুনরায় হলদিবাড়ির পরিবর্তে নিউ জলপাইগুড়ি থেকে চালানোর প্রস্তাব জমা দিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। পরবর্তী দার্জিলিং মেলের বদলে হলদিবাড়ি থেকে রোজ একটি ট্রেন চালানোর প্রস্তাব জমা পড়েছে রেল বোর্ডের কাছে। 

গত বছর আগস্ট মাসেই দার্জিলিং মেলের যাত্রাপথ বাড়িয়ে নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি করা হয়েছিল। এই অল্প সময়ের ব্যবধানে ফের একবার ট্রেনটির যাত্রাপথ বদলে যাবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও প্রস্তাব জমা পড়েছে একথা রেল বোর্ডের তরফে জানানো হলেও, দার্জিলিং মেলের যাত্রাপথ আদৌ বদল করা হবে কিনা, সে নিয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। 

হলদিবাড়ি থেকে নতুন যে ট্রেনটি চালানোর কথা প্রস্তাবে বলা হয়েছে, সেই ট্রেনের সময়সূচিও রেল বোর্ডকে জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। প্রস্তাবে বলা হয়েছে, নতুন ট্রেনটি হলদিবাড়ি থেকে ছাড়বে সন্ধ্যে সাতটায় এনজিপি পৌঁছে যাবে সাড়ে আটটা নাগাদ এবং শিয়ালদা পৌঁছাবে সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ। আবার ট্রেনটি শিয়ালদা থেকে রাত পৌনে ১২টা নাগাদ ছেড়ে হলদিবাড়ি পৌঁছবে তার পরের দিন বেলা ১১টা নাগাদ।   

Comments are closed.