দেবব্রত মাইতি তৃণমূলেরই সমর্থক, এটা বিজেপি ও শুভেন্দু অধিকারীর চক্রান্ত, সিবিআই দফতরে ঢোকার আগে জানালেন শেখ সুফিয়ান

ভোট পরবর্তী হিংসায় মৃত দেবব্রত মাইতি তৃণমূলের সমর্থক। রাজনীতিভাবে কেনাবেচা করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এটা বিজেপি ও শুভেন্দু অধিকারীর চক্রান্ত। বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজিরা দিতে এসে এমনই দাবি করলেন নন্দীগ্রামে মমতা ব্যানার্জির নির্নাচনী এজেন্ট শেখ সুফিয়ান।

এদিন ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই দফতরে হাজিরা দেন মমতা ব্যানার্জির নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। বিজেপি কর্মী দেবব্রত মাইতির খুনের ঘটনা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে তলব করেছে সিবিআই। এদিন দফতরে ঢোকার যাওয়ার আগে সংবাদমাধ্যমকে বলেন, যা জিজ্ঞেস করা হবে উত্তর দেব। তদন্তে সহযোগিতা করব। ২ মে ভোটের ফলাফল ঘোষণার পর ৩ মে নন্দীগ্রামের চিল্লগ্রামের বাসিন্দা দেবব্রতকে খুনের অভিযোগ ওঠে। তমলুক হাসপাতালে চিকিৎসা চলার পর এসএসকেএমে আনা হয় দেবব্রতকে। কিন্তু সেখানে মারা যান দেবব্রত। ভোট পরবর্তী হিংসায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই।

শেখ সুফিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য হলদিয়ায় ঢেকে পাঠানো হয়। এদিন শেখ সুফিয়ান জানান, হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চালাচ্ছে। এই মামলার সঙ্গে তাঁর যোগ নেই বলে দাবি করেছেন দেবব্রত। তিনি বলেন, এ ভাবে আমাকে ভয় দেখানো যাবে না।

এর আগে শেখ সুফিয়ান জানিয়েছিলেন, বিজেপি রাজনৈতিক কারণে আমার নাম জড়াতে চাইছে। আমি মমতা ব্যানার্জির সৈনিক। আমার লড়াই করার সাহস আছে।

Comments are closed.