মুখ্যমন্ত্রী তৃণমূলের, বিরোধী দলনেতা প্রাক্তন তৃণমূল! আদি বিজেপির জন্য দুঃখ হয়, খোঁচা দেবাংশুর

মুখ্যমন্ত্রী হয়েছেন তৃণমূল নেত্রী। আর বিরোধী দলনেতা বিদায়ী তৃণমূল। বিজেপির আসল নেতাদের কী শোচনীয় অবস্থা।

বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার দিনই টুইট করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের। তিনি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করার পাশাপাশি বিজেপিকে তুলোধনা করেছেন। কে বিরোধী দলনেতা হবেন, এই নিয়ে টানা জল্পনা চলার পর সোমবার হেস্টিংস অফিসে বিরোধী দলনেতা নির্বাচিত হন বিজেপির শুভেন্দু অধিকারী। তারপরই ট্যুইট করেন দেবাংশু।

মুকুল রায়ের প্রস্তাবে বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু অধিকারী। পদ পেয়েই সরকারের সঙ্গে সমস্ত সহযোগিতার কথা বলেছেন শুভেন্দু। এই অবস্থায় শুভেন্দুর রাজনৈতিক অতীত তুলে কটাক্ষ ছুটে গেল গেরুয়া শিবিরের দিকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী দিনে বিজেপিতে আদি বনাম তৎকাল দ্বন্দ্ব মাথাচাড়া দিলে তাতে তৃণমূলের লাভ বৈ ক্ষতি নেই। তাই বিজেপির আদি কাউকে বিরোধী দলনেতা না করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দুকে নির্বাচিত করায় স্বাভাবিকভাবেই কটাক্ষ করার সুযোগ ছাড়তে চায়নি তৃণমূল।

Comments are closed.