করোনা কালে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি অধীরের

সংসদে বিশেষ অধিবেশনের আর্জি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী।

রাষ্ট্রপতিকে তিনি লেখেন, দেশের বর্তমান করোনা পরিস্থিতি ভয়ংকর। এই পরিস্থিতিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। যেখানে সাংসদরা তাঁদের এলাকার বাস্তব পরিস্থিতি তুলে ধরতে পারবেন। সাংসদদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে। যাতে দেশের সাধারণ মানুষের দুর্ভোগের নিষ্পত্তি হয়।

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা দেশ। দিল্লি, মহারাষ্ট্রের মত রাজ্যের অবস্থা শোচনীয়। এরমধ্যেই একাধিক জায়গায় ভ্যাকসিন, অক্সিজেন, হাসপাতাল বেডের সংকটের অভিযোগ উঠে আসছে। বিরোধীদের অভিযোগ কেন্দ্র তাদের পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী দিচ্ছে না। এই পরিস্থিতিতে কংগ্রেস সাংসদের চিঠির পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেন রাষ্ট্রপতি এখন সেটাই দেখার।

Comments are closed.