৩০ ডিসেম্বর হাওড়া-এনজিপি ‘বন্দেভারত এক্সপ্রেস’র উদ্বোধন প্রধানমন্ত্রীর, উত্তরবঙ্গ যাওয়া আরও সহজে

এবার আরও সহজে যাওয়া যাবে উত্তরবঙ্গ। হাওড়া থেকে আরও দ্রুত যাওয়া যাবে নিউ জলপাইগুড়ি। উদ্বোধন হচ্ছে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের। ৩০ ডিসেম্বর বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব ভারতে এই প্রথম বন্দে ভারতের সূচনা হবে। জানা গিয়েছে, ওইদিন জোকা থেকে তারাতলা মেট্রো রুটের উদ্বোধনও করতে পারেন প্রধানমন্ত্রী।

জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস খুব সকালে ছাড়বে হাওড়া থেকে আর দুপুরেই পৌঁছে যাবে নিউ জলপাইগুড়ি। ফের রাতের দিকে হাওড়ায় ফিরে আসবে। ইতিমধ্যেই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চলে শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেন দুপুরে হাওড়া থেকে ছাড়ে। রাতে পৌঁছায় নিউ জলপাইগুড়ি। এখন দেশে ৬ টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। দিল্লি থেকে বারাণসী, দিল্লি থেকে কাটরা, গান্ধীনগর থেকে মুম্বাই, নয়াদিল্লি থেকে হিমাচল প্রদেশের অম্ব অন্দৌরা, চেন্নাই থেকে মহীশূর এবং বিলাসপুর থেকে নাগপুর চলে বন্দে ভারত এক্সপ্রেস।

ঘণ্টায় তার গতিবেগ ১৩০ কিলোমিটার।  ট্রেনটি চালু হলে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন যাত্রীদের কাছে তা হয়ে উঠবে নতুন বছরের বড় উপহার। বন্দে ভারত চালু হলেও আপাতত শতাব্দী এক্সপ্রেস বন্ধ হবে না বলেও জানা গিয়েছে। ফলে সবদিক দিয়ে নতুন ট্রেন পেতে চলেছে বাংলা।

Comments are closed.