২১ হলেই মদে অনুমতি! দিল্লিতে রাজস্ব বৃদ্ধিতে নতুন আবগারি নীতি কেজরিওয়ালের

দিল্লি সরকার অন্তত ২০ শতাংশ রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে

বয়স ২১ হলেই মদ খাওয়ায় অনুমতি দিল দিল্লির কেজরিওয়াল সরকার। সোমবার উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছেন, নতুন আবগারি নীতিতে মদ খাওয়ার বয়স ২৫ থেকে ২১ য়ে নামিয়ে আনা হয়েছে। দিল্লি সরকার অন্তত ২০ শতাংশ রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। সিসোদিয়া আরও ঘোষণা করেন যে জাতীয় রাজধানীতে নতুন কোনও মদের দোকান খোলার অনুমতি দেওয়া হবে না। সরকার কোনও মদের দোকান চালাবে না। বর্তমানে দিল্লির ৬০ শতাংশ মদের দোকান সরকার পরিচালিত।
সিসোদিয়া দাবি, এই সিদ্ধান্তে শহরের মদ মাফিয়াদের বাড়বাড়ন্ত কমবে।
যদিও মদ্যপানের আইনি বয়স কমানর সিদ্ধান্তের বিরোধিতা এসেছে বিজেপির দিক থেকে। গেরুয়া শিবিরের দাবি রাজস্ব আদায় বাড়াতে গিয়ে কেজরিওয়াল সরকার কম বয়সীদের নেশার বৃত্তে ঠেলে দিচ্ছে।

Comments are closed.