ডেঙ্গি আক্রান্ত ইস্টবেঙ্গল অধিনায়ক সৌভিক চক্রবর্তী, ভর্তি বাইপাসের ধারে নার্সিংহোমে

এবার ডেঙ্গি আক্রান্ত হলেন ইস্টবেঙ্গল অধিনায়ক সৌভিক চক্রবর্তী। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সৌভিক চক্রবর্তীর শারীরিক অবস্থা স্থিতিশীল।

কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। এরপর দুইদিন আগেই ভর্তি হন বাইপাসের ধরে এক বেসরকারি হাসপাতালে। ডেঙ্গি ধরা পড়ে তাঁর। ইস্টবেঙ্গল দলের অধিনায়কত্বের পাশাপাশি মিডফিল্ডার তিনি। পুজোর আগে করোনা সংক্রমিত হয়েছিলেন। গত বছর গোড়ালিতে চোট পেয়েছিলেন। এরফলে ইস্টবেঙ্গল দলে ছিলেন না তিনি।

উল্লেখ্য, রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সংখ্যাটা ৫০ হাজার পেরিয়ে গিয়েছে। সোমবার মৃত্যু হয়েছে তিন জনের।

কলকাতাতেই ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। যদিও রবিবারের তুলনায় সোমবার রাজ্যে অনেকটাই কমেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। কারণ রবিবারের তুলনায় পরীক্ষাও কম হয়েছে রাজ্যে। সোমবার ডেঙ্গি পরীক্ষা হয়েছে ২,৩৭১ জনের।

Comments are closed.