নিম্নচাপের জের, মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণের একাধিক জেলা 

বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। যার ফলে হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। মূলত উপকূলের জেলাগুলোতেই লাগাতার বৃষ্টি হওয়ার সম্ভবনা, সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। 

বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন। কয়েকটি জেলায় সকাল থেকে দু’এক পশলা বৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানা গিয়েছে। হওয়া অফিস সূত্রে খবর, ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। অন্যান্য জেলাগুলোতেও মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। কলকাতায় এই দু’দিন বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানা গিয়েছে, আগামী ১২ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। এদিকে উত্তরবঙ্গেও আগামী পাঁচ দিন হাল্কা বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। 

এদিকে নিম্নচাপে ভারী বৃষ্টির সতর্কতা থাকায় উপকূল বর্তী জেলাগুলোতে বিপর্যয় মোকাবিলায় তৎপরতা শুরু করেছে জেলা প্রশাসন। কয়েকটি রিলিফ সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। সেই সঙ্গে মাইকিং করেও সতর্ক করা হচ্ছে। সোমবার থেকে পর্যটকদের সমুদ্র স্নান নিষেধ করা হয়েছে। মৎসজীবীদেরও বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

Comments are closed.