হাওড়াবাসীর জন্য সুখবর; ‘২৩’র মধ্যেই শিয়ালদহ পর্যন্ত ছুটবে মেট্রো 

হাওড়াবাসীর জন্য সুখবর। ২০২৩ মধ্যেই শিয়ালদহ পর্যন্ত মেট্রোর কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ যাত্রা আরও আরামদায়ক হতে চলেছে। কলকাতা মেট্রো রেল সূত্রে এমনটাই খবর। 

জানা গিয়েছে, ২০২৩-এর মাঝামাঝি গঙ্গার নীচ দিয়ে মেট্রো চলাচলের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। যার ফলে হাওড়া সঙ্গে সরাসরি সেক্টর ফাইভ যুক্ত হয়ে যাবে। এর জেরে হাওড়া থেকে যে অসংখ্য যাত্রী সেক্টর ফাইভে আসেন বিশেষ করে তথ্য প্রযুক্তি কর্মীরা, তাঁদের যাতায়াতে অনেকটাই হয়রানি কমবে। 

সম্প্রতি শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ মেট্রো শুরু হয়েছে। যা নিয়ে যাত্রীদের উৎসাহ চোখে পড়ার মতো। এই রুটে ভীড়ও কার্যত রেকর্ড ছাপিয়ে যাচ্ছে। যা দেখে উৎসাহিত মেট্রো রেলের কর্তারাও। এই অবস্থায় ২০২৩-এর জুন মাসের মধ্যে হাওড়া ময়দান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চালু করার লক্ষ্যে কাজ শুরু হয়েছে। আর কিছু দিনের মধ্যেই ওই রুটে ট্রায়াল রান শুরু হয়ে যাবে বলে খবর। প্রসঙ্গত, ভারতে জলের তলা দিয়ে এটাই প্রথম মেট্রো লাইন হতে চলেছে।

Comments are closed.