কলকাতা থেকে আরও সহজ হবে ঢাকা, চালু হতে চলছে এবার কালনা সেতু

কলকাতা আর ঢাকা যাতায়াত আরও সহজ হতে চলেছে। এবার চালু হচছে কালনা সেতু। ফরিদপুর ও নড়াইল জেলার মাঝে মধুমতী নদীর ওপর তৈরি করা হয়েছে কালনা সেতু।আগামী ৩০ আগস্টের মধ্যে সেতু দিয়ে যান চলাচল শুরু হবে বলে শোনা যাচ্ছে।

তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও উদ্বোধনের কোনও নির্দিষ্ট দিন ঘোষণা করেননি। ছয় লেনের এই সেতুর ফলে উপকৃত হবেন কলকাতা-ঢাকা যাতায়াতকারী-সহ গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, যশোর, বেনাপোল, সাতক্ষীরা ও বেশ কয়েকটি জেলার মানুষ।

কয়েকমাস আগে পদ্মা সেতুর উদ্বোধন হলেও সুবিধা পাচ্ছিলেন না অনেকেই। যতদিন এই সেতু নির্মাণ হচ্ছিল না ততদিন নড়াইল, যশোর, বেনাপোল, নোয়াপাড়া শিল্পনগর, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরসহ আশপাশের কয়েকটি জেলার লোকজন পদ্মা সেতুর সুবিধা ভোগ করতে পারছিলেন না। এছাড়া বিভিন্ন প্রয়োজনে কলকাতা আসতে গেলেও নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। কালনা সেতুর দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭.১ মিটার। দুই পাশে ছয় লেনের রাস্তা প্রায় সাড়ে ৪ কিলোমিটার। সেতু নির্মাণে মোট খরচ হয়েছে প্রায় ৯৬০ কোটি টাকা। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা)র অর্থ সাহায্যে কালনা সেতু নির্মিত হয়েছে।

Comments are closed.