প্রয়াত কবি-পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

প্রয়াত হলেন চিত্র পরিচালক, কবি, লেখক বুদ্ধদেব দাশগুপ্ত। জানা যাচ্ছে বয়েস জনিত কারণেই মৃত্যু। দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। ডায়লসিস চলছিল তাঁর। ভোরবেলায় দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাহাদের কথা’র পরিচালক।

স্কটিশ চার্চ কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা। অধ্যাপনা দিয়ে পেশাগত জীবনের শুরু।

১৯৭৮ সালে পরিচালক হিসেবে প্রথম ছবি দুরত্ব। একে একে তৈরি করেন, বাঘ বাহাদুর, তাহাদের কথা, চরাচর, উত্তরা, লাল দরজা, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ।

ভিন্ন ধারার বাংলা ছবির কিংবদন্তি এই পরিচালকের প্রাপ্তির তালিকায় রয়েছে পাঁচটি জাতীয় পুরস্কার। এছাড়াও দেশে বিদেশে একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন।

পরিচালনার পাশাপাশি ছাপ রেখেছেন বাংলা সাহিত্যেও। তাঁর লেখা গভীর আড়ালে, কফিন কিংবা সুটকেস, হিমযোগ, ছাতা কাহিনী, রোবটের গান, শ্রেষ্ঠ কবিতা প্রভৃতি কবিতার বইগুলি পাঠক মহলে সমাদৃত।

পরিচালকের অকাল প্রয়াণে শোকের ছায়া বাংলার সাংস্কৃতিক জগৎ-এ।

Comments are closed.