ট্রেন-মেট্রো বন্ধ থাকলে বাসের যাত্রী কোথা থেকে আসবে? রাজ্য সরকারের নয়া বিধিনিষেধ নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

রাজ্যে ১৫ জুলাই পর্যন্ত আংশিক লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও, বেশকিছু ক্ষেত্রে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ জুলাই থেকে ৫০% শতাংশ যাত্রী নিয়ে সরকারি, বেসরকারি বাস, অটো চালানো যাবে। সাধারণ যাত্রীদের জন্য আপাতত বন্ধ থাকছে লোকাল ট্রেন ও মেট্রো।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কটাক্ষ করলেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, লোকাল ট্রেন, মেট্রো চলছে না। বাস চালালে যাত্রী কোথা থেকে আসবে। পাশাপাশি, অবিলম্বে লোকাল ট্রেন ও মেট্রো চালানোর দাবি জানান তিনি।

কয়েকদিন আগে উনির্বাচন করানো নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন তৃণমূলনেত্রী। বলেন, রাজ্যের বর্তমান যা অবস্থা তাতে অল্প দিনের মধ্যেই উনির্বাচন করিয়ে দিতে পারে কমিশন। কারণ এরপর করোনার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে। করোনা বিধিনিষেধ জারি রেখেই উপ-নির্বাচন করানোর দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এদিন এ নিয়েও তৃণমূল নেত্রীর তীব্র সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি। বলেন, একদিকে মুখ্যমন্ত্রী উপনির্বাচন চাইছেন, বলছেন সব স্বাভাবিক হয়ে গিয়েছে, অন্যদিকে ট্রেন-মেট্রো বন্ধ রেখেছেন। তারপরেই বিজেপি সাংসদের প্রশ্ন, ট্রেন-মেট্রো বন্ধ থাকলে বাসে চড়ার যাত্রী কোথা থেকে আসবে? করোনা মোকাবিলা নিয়ে রাজ্য সরকারের নির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই বলে দাবি করেন দিলীপ ঘোষ।

উল্লেখ্য, সোমবার আংশিক লকডাউন নিয়ে নয়া নির্দেশিকা জানান মুখ্যমন্ত্রী। নতুন ঘোষণা মোতাবেক গণ পরিবহনের সঙ্গে আরও একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। প্রায় দু’মাস পরে জিম, সেলুন, পার্লার খোলার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ৫০% উপস্থিতি নিয়ে পার্লার, সেলুন, জিম চালু করা যাবে। এছাড়াও সব্জি,মাছের বাজারের সঙ্গে অন্যান্য দোকান খোলা রাখার সময়ও বাড়ানো হয়েছে।

Comments are closed.