কখনও মাথায় ফেট্টি, কখনও হাইব্রিডে সওয়ার, বিশ্ব সাইকেল দিবসে শুভেচ্ছা দিলীপ ঘোষের

নেট মাধ্যমে বিশ্ব বাইসাইকেল দিবসের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার তিন ধরনের সাইকেলে চেপে নিজের তিনখানি ছবির কোলাজ ফেসবুকে পোস্ট করেন মেদিনীপুরের সাংসদ।

গেরুয়া রঙে লেখা, সাইকেল মানব সভ্যতার ক্রমবিকাশের এক প্রতীক। সেই সঙ্গে এই দু-চাকার যান নিয়ে দিলীপ ঘোষের দাবি, সাইকেল সহনশীলতা, পারস্পরিক বোঝাবুঝি এবং শ্রদ্ধা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে সামাজিক সমাবেশ এবং সাংস্কৃতিক শক্তি প্রদান করে।

বিজেপির রাজ্য সভাপতির বার্তা, শরীরকে রোগমুক্ত রাখতে সাইকেল চালানো অপরিহার্য।

বাংলার রাজনীতিকদের মধ্যে দিলীপ ঘোষের স্বাস্থ্য সচেতনতা সর্বজনবিদিত। ঝড়,বৃষ্টি যাই হোক না কেন কলকাতায় থাকলে রোজ সকালে তাঁকে নিউটাউনের ইকো পার্কে দেখা যায় অনুগামীদের নিয়ে মর্নিং ওয়ার্ক করতে। হাঁটা শেষে একপ্রস্থ সাংবাদিকদের মুখোমুখি হন। ওই সাত সকালেই তাঁকে দেখা যায় বিরোধীদের চোখা চোখা বাক্য বাণ শানাতে। রসিকেরা বলেন, সকাল সকালই দিলীপবাবু সারাদিনের রাজনৈতিক তরজার অভিমুখ ঠিক করে ফেলেন। জেলায় গেলেও রুটিন একই।

ছবি পোস্ট করার পর কমেন্ট বক্সে অনুগামীদের প্রশংসার পাশাপাশি ধেয়ে এসেছে একাধিক কটাক্ষও। নেট নাগরিকদের একাংশের খোঁচা, কেন্দ্রীয় সরকার যা পেট্রোলের দাম বাড়িয়েছে তাতে একদিন সবাইকেই সাইকেল চালাতে হবে।

তিনটে ছবির মাঝের ছবিটিতে দেখা যাচ্ছে নীল রংয়ের একটি সাইকেলে বিজেপির ফ্ল্যাগ লাগানো। দিলীপ ঘোষ চালাচ্ছেম সাইকেলটি। ওই সাইকেলের কথা উল্লেখ করে কেউ কেউ আবার টিপ্পনি কেটেছেন, মাঝের সাইকেলটা দিদির দেওয়া। রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পে দেওয়া সাইকেলের সঙ্গে ছবির মিল থাকায় এই কটাক্ষ। দিলীপ বাবুকে একটি ছবিতে দেখা যাচ্ছে একটি হাইব্রিড সাইকেল চালাতে অন্য ছবিতে দিলীপ সওয়ার একটি অল টেরেন বাইকে।

২০১৮ সালে এপ্রিল মাসে United Nations General Assembly ৩ জুন’কে বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে ঘোষণা করে। সবমিলিয়ে রাজনীতির বাইরেও রাজ্য বিজেপির সভাপতির এই পোস্ট এদিন নজর কেড়েছে নেট পাড়ার বাসিন্দাদের

Comments are closed.