পুজোর মুখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর; বোনাস বাড়ছে জেলার আশা কর্মীদের 

জেলার আশা কর্মীদের জন্য সু’খবর। কলকাতার আশা কর্মীদের সম পরিমাণ বোনাস পাবেন জেলার আশা কর্মীরাও। তৃতীয়ার দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানান, এবার থেকে জেলার আশা কর্মীরাও সাড়ে চার হাজার টাকা করে পুজোর বোনাস পাবেন। 

গত কয়েকদিনের মতো এদিনও ভার্চুয়ালি অনেকগুলো জেলার পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠান থেকেই তিনি জানান, আগে কলকাতার আশা কর্মীদের তুলনায় কিছুটা কম বোনাস পেতেন জেলার আশা কর্মীরা। তবে এবার থেকে সেই ব্যবধান ঘুচে গেল। মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্বাভাবিক ভাবেই জেলার আশা কর্মীরা খুশি। 

উল্লেখ্য, তৃতীয়ার দিন কলকাতার বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বুধবার সুরুচি সংঘের পুজোর উদ্বোধন করেন তিনি। এদিন অন্য মেজাজে দেখা যায় তাঁকে। মেয়র ফিরহাদ হাকিম, বিধায়ক তথা মেয়র পরিষদ দেবাশীষ কুমারের  সঙ্গে মুখ্যমন্ত্রীকেও ঢাক বাজাতে দেখা যায়। এদিন দক্ষিণ কলকাতার আরও কয়েকটি পুজোর উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। 

Comments are closed.