বদ্রীনাথের দরজা খুলল, প্রথম পুজো ও আরতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে

তীর্থযাত্রীদের জন্য খুলে গেল বদ্রীনাথের দরজা। বদ্রীনাথের দরজা খোলার পরই প্রথম পুজো দেওয়া হল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে। প্রতিবছরই বদ্রীনাথের দরজা খোলার পর প্রথম পুজো পড়ে প্রধামন্ত্রীর নামে।

মন্দির খোলার প্রথম দিন বৈদিক মন্ত্রোচ্চারণ ও আচার অনুষ্ঠানের মাধ্যমে পুজো হয়। প্রবল তুষারপাতের মধ্যেও মন্দির খোলার সময় ভক্তদের আনন্দ ছিল দেখার মতন। দরজা খোলার সঙ্গে সঙ্গে নাচতে শুরু করেন ভক্তরা। আগামী ৬ মাস লক্ষাধিক ভক্ত বদ্রীনাথ দর্শন করতে পারবেন। বৃহস্পতিবার সকাল ৭ টা ১০ মিনিটে ভক্তদের দর্শনের জন্য খুলে যায় মন্দির। বদ্রীনাথের দরজা খোলার সঙ্গে সঙ্গে উত্তরাখণ্ডের চার ধাম যাত্রা শুরু হয়ে গেল।

 

এর আগে ২২ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন যোমুনেত্রী ও গঙ্গোত্রী ধামের দরজা খোলা হয়েছে। ২৫ এপ্রিল কেদারনাথের দরজা খোলা হয়েছে। এই তিন ধামের দরজা খোলার সময় বিপুল সংখ্যায় ভিড় দেখা গিয়েছিল। ভক্তদের উল্লাস ছিল চোখে পড়ার মতন। চামোলি পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশকে বলে দেওয়া হয়েছে, কোনোভাবেই যেন ভক্তদের কোনও সমস্যা না হয়। ভিড় নিয়ন্ত্রনের জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

অন্যদিকে নতুন করে কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গিয়েছে। অত্যধিক তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার জন্যই কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন স্থগিত করে দেওয়া হয়েছে। আপাতত আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কেদারনাথের রেজিস্ট্রেশন বন্ধ রাখা হয়েছে।

Comments are closed.