হামলা চালাতে এবার কি ড্রোনের ব্যবহার শুরু করল জঙ্গিরা? জম্মুর আকাশে ফের মিলল দেখা

শনিবার ড্রোন হামলার পর ফের সোমবার জম্মুর আকাশে একাধিক ড্রোন উড়তে দেখা গেল। সোমবার গভীর রাতে জম্মু শহরের কাছে কালুচক ও রতনুচক সেনাঘাঁটির উপর ড্রোন উড়তে দেখেন বাসিন্দারা।

সূত্রের খবর, রতনুচক-কুঞ্জওয়ানী এলাকায় রাত একটা নাগাদ প্রথম ড্রোন উড়তে দেখা যায়। এরপর ভোর তিনটে নাগাদ এবং ৪.১৯ নাগাদ পুনরায় ড্রোনের দেখা মেলে বলে দাবি সাধারণ মানুষের।

লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানান, জঙ্গি সংগঠনগুলির তরফে এই ধরনের কার্যকলাপকে হুমকির চোখেই দেখছে ভারতীয় সেনা। প্রতিরক্ষা বাহিনীতে হাই এলার্ট জারি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। শনিবারের হামলার পর পুনরায় একবার উপত্যকার আকাশে ড্রোন নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

উল্লেখ্য, শনিবার গভীর রাতে ড্রোন হামলায় কেঁপে ওঠে জম্মু বিমানবন্দরের এয়ারফোর্স স্টেশন। প্রাণহানির ঘটনা না ঘটলেও এই হামলায় দুজন আহত হয়েছেন। তাঁরা এখন চিকিৎসাধীন।

এর আগে ড্রোনের সাহায্য সীমান্ত পেরিয়ে ভারতের জম্মু, কাশ্মীর পাঞ্জাবে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক পাঠাত জঙ্গিরা। তবে ড্রোনের মাধ্যমে সরাসরি এধরনের হামলা এই প্রথম।

বর্তমান NIA এর ঘটনার তদন্ত করছে।

Comments are closed.