প্রবল তুষারপাতের জেরে সেনার গাড়ির চাকা পিছলে খাদে, মৃত্যু ৩ জওয়ানের

তুষারপাতে সেনার গাড়ির চাকা পিছলে খাদে পড়ে গেল। মৃত্যু হল কমপক্ষে ৩ জওয়ানের। জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় রুটিন টহলদারির সময় মাচিল সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছাকাছি এই দুর্ঘটনা হয়।

বুধবার সকালে চিনার কোরের একজন জুনিয়র কমিশনড অফিসার ও আরও দুই জওয়ান মাচিল সেক্টরের ফরোয়ার্ড এলাকায় টহল দিচ্ছিলেন। সেইসময় অতিরিক্ত বরফপাত শুরু হয়। সেনার গাড়ির চাকা পিছলে পড়ে খাদে। নিহতরা ডোগরা রেজিমেন্টের ১৪ নম্বর ব্যাটেলিয়নের সদস্য ছিলেন। সেনা সূত্রে জানা গিয়েছে, ৩ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তুষারপাতের জেরে পিছলে গিয়েছে গাড়ির চাকা।

উল্লেখ্য, গত মাসে একই ঘটনা ঘটে সিকিমে। সিকিমের গ্যাংটকে গাড়ি গভীর খাদে পড়ে ১৬ জন জওয়ানের মৃত্যু হয়। উত্তর সিকিমের জেমার কাছে এই দুর্ঘটনা হয়। গত বছর অরুণাচলে প্রদেশেও তুষার ধসে চাপা মৃত্যু হয় ৭ জন সেনা জওয়ানের। গত কয়েকদিন ধরেই উত্তর ভারত জুড়ে চলছে প্রবল শৈত্যপ্রবাহ। জম্মু-কাশ্মীর ছাড়া তুষারপাত শুরু হয়েছে লাদাখ, অরুণাচল্প্রদেশ, সিকিম-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে।

Comments are closed.