ডেঙ্গি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ রাজ্যের: পুর ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের মেয়াদ আরও বাড়াল নবান্ন 

ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। শেষ পরিসংখ্যান বলছে, আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ হাজার ছড়িয়েছে। অনেকের মতে রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এই অবস্থায় ডেঙ্গি রোধে একগুচ্ছ পরিকল্পনা নিচ্ছে রাজ্য। এদিনই ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পুরসভায় জরুরি বৈঠক করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পরিস্থিতি মোকাবিলায় পুজোর মরশুমেও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছিল। জানা যাচ্ছে, সেই ছুটি বাতিলের মেয়াদ আরও কিছু দিন বাড়ানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার। এই মর্মে খুব শীঘ্রই নির্দেশিকা জারি হবে বলে খবর। 

গত এক সপ্তাহে গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ৬ হাজার জন। মৃতের সংখ্যাও বেড়েছে। আক্রান্তের নিরিখে জেলাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। তারপরেই কলকাতার স্থান। হাওড়ার পরিস্থিতিও বেশ কিছুটা উদ্বেগজনক। এই পরিস্থিতি সচেতনতা বৃদ্ধির পাশপাশি পুরসভার হেলথ  সেন্টারগুলোতে কর্মীর সাংখ্যা বাড়ানোরও পরিকল্পনা নেওয়া হয়েছে। সব মিলিয়ে ডেঙ্গি মোকাবিলায় কোমর বেঁধে নামতে চাইছে রাজ্য। 

Comments are closed.