মেরামতির কাজ চলবে, রাতে মা উড়ালপুল সম্পূর্ণ বন্ধ থাকবে; জানুন বিস্তারিত

পুজোর আগে মেরামতির কাজ শুরু হয়েছে মা উড়ালপুলে। যে কারণে রাত ১০টা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত মা উড়ালপুলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এমনটাই খবর কেএমডিএ সূত্রে। জানা গিয়েছে, গত রবিবার থেকে এই মেরামতির কাজ শুরু হয়েছে আগামী সোমবার পর্যন্ত কাজ চলবে। 

পুজোর এখনও বাকি প্রায় আড়াই মাস। পুজোর আগে শহরের সব উড়ালপুলগুলোর রক্ষণাবেক্ষণ-এর কাজ হয়। মা উড়ালপুলের রক্ষণাবেক্ষণ নিয়েও পরিকল্পনা চলছিল। কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের কাছে কলকাতা উড়ালপুলে মেরামতির কাজ করার জন্য আবেদন জানিয়েছিল কেএমডিএ কর্তৃপক্ষ। সোমবার কেএমডিএ-কে সেই অনুমতি দেয় কলকাতা পুলিশের ইস্ট ট্র্যাফিক গার্ড। 

জানা গিয়েছে, উড়ালপুলের রাস্তা মেরামতির পাশাপাশি পুলের দেওয়াল, বৈদ্যুতিক বাতিস্তম্ভ, সিসিটিভি এবং স্পিড মিটার রক্ষণাবেক্ষণের কাজও করা হবে এই পর্যায়ে। সেই সঙ্গে বৃষ্টি পড়লে উড়ালপুলের এক অংশে জলও জমা হয়। যা নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে। রক্ষণাবেক্ষণ চলাকালীন এই সমস্যাগুলোর সমাধান করা হবে বলে কেএমডিএ-এর তরফে জানানো হয়েছে। সব মিলিয়ে পুজোর আগে নতুন করে সেজে উঠবে শহরের অন্যতম ব্যস্ত উড়ালপুল। 

Comments are closed.