প্রার্থী-কোন্দল অব্যাহত, এসসি-এসটি মোর্চা থেকে ইস্তফা দুলাল বরের, ছাড়ছেন বিজেপিও

পদ ছাড়লেন বিজেপি নেতা দুলাল বর। তিনি বিজেপির এসসি-এসটি মোর্চার রাজ্য সভাপতি ছিলেন তিনি। সূত্রের খবর, দল ছাড়ার বিষয়ে মনস্থির করে ফেলেছেন তিনি। পদ ছাড়ার খবর পাওয়ার পরেই তাঁকে ডেকে পাঠিয়েছে নেতৃত্ব।

বিজেপির এসসি-এসটি মোর্চার রাজ্য সভাপতির পদ থেকে পদত্যাগের পর দুলাল জানিয়েছেন, আমার টিকিটের দরকার নেই। কিন্তু এসসি-এসটি মোর্চার কাউকে প্রার্থী করেনি বিজেপি।

[আরও পড়ুন- Modi @ Kanthi: যে নন্দীগ্রাম আপনাকে এত দিয়েছে তাকেই অপমান করছেন?]

২০০৬ সালে বাগদায় তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন মুকুল অনুগামী দুলাল বর। ২০১১ সালে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসকে ওই কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল। জয়ী হয়েছিলেন উপেন বিশ্বাস। কিন্তু ২০১৬ সালে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী দুলাল বর উপেন বিশ্বাসকে হারান। ২০১৯ লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন দুলাল। ক’দিন বাদেই মুকুল রায়ের হাত ধরে গেরুয়া বাহিনীতে নাম লেখান দুলাল। বিজেপি তাঁকে দলের রাজ্য এসসি-এসটি সেলের সভাপতি করে।

কিন্তু একুশের ভোটে টিকিট পেলেন না দুলাল। যা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সূত্রের খবর বিজেপি ছাড়ছেন তিনি।

Comments are closed.