আশ্বিনে জোড়া অমাবস্যা, আসছে বছর মহালয়ার একমাস পর পুজো

মহালয়া আর মহাষষ্ঠীর মধ্যে ৬ দিনের ব্যবধানই দস্তুর। কিন্তু আগামী বছর মহালয়ার পর আরও ১ মাস দুর্গাপুজোর জন্য অপেক্ষা করতে হবে বাঙালিকে। আগামী বছর মহালয়া ১৭ ই সেপ্টেম্বর। আর মহাষষ্ঠী পড়েছে ২২ শে অক্টোবর। মলমাসের কারণেই এই চমকপ্রদ দুর্গাপুজোর নির্ঘণ্ট হতে চলেছে আগামী বছর। অনেকটা ইংরেজি লিপ ইয়ারের মতো বাংলা বর্ষপঞ্জিতে ২ থেকে ৩ বছর পরপর একটি অধিমাস দেখা যায়। এই অধিমাসে কোনও তিথি পালন করা হয় না। তাই একে মলমাস বলা হয়। সহজ ভাবে বললে, এক চান্দ্র মাসে দুটো অমাবস্যা পড়লে তাকে মলমাস বলা হয়। সাধারণত একে অশুভ মাস হিসাবে ধরা হয় পঞ্জিকায়। কোনও শুভ আচার-অনুষ্ঠান পালন হয় না এই মাসে। আগামী বছরের আশ্বিন এমনই একটি মাস। তাই আগামী বছর দুর্গাপুজো পড়েছে বাংলা মাসের কার্তিকে।
অন্যদিকে, ২০২০ সালের ১৭ ই সেপ্টেম্বর, বাংলা মাসের আশ্বিনের প্রথম দিন। সচরাচর এই দিনটিতে পিতৃতর্পণ করা হয়। মহালয়ার এই দিনের পর থেকেই আম বাঙালি পুজোর দিন গুনতে শুরু করেন। কিন্তু আগামী বছর মহালয়ার আরও একমাস পরে দুর্গাপুজো পড়েছে। এর আগে ১৯৮২ সালে এমন চমকপ্রদ ব্যাপার ঘটেছিল।

Comments are closed.