ইউরোপ সফরে ডেনমার্কে প্রবাসী ভারতীয়দের কাছে বিশেষ অনুরোধ করলেন প্রধানমন্ত্রী মোদী

ইউরোপ সফরের দ্বিতীয় দিনে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভাষণে একটি আবদার করেন তিনি প্রবাসী ভারতীয়দের কাছে।

তিনি বলেন, আপনাদের কাছে একটা ছোট্ট আবদার রাখব। আপনারা অনুমতি দিলে তবেই আমি আবদার করব। তিনি বলেন, আপনারা হয়ত ভাবছেন প্রধানমন্ত্রী বিদেশ এসে কী আবদার করবেন। কিন্তু ভয় পাবেন না। শুধু একটাই কথা বলব, আপনারাই এক একজন রাষ্ট্রদূত। অনুরোধ, প্রতিবছর পাঁচজন বিদেশীকে ভারত ভ্রমণে প্রেরণা দিন। ভারতের ঐতিহ্য সম্পর্কে তাঁদের বোঝান। ভারতীয় দূতাবাস এটা করতে পারবে না। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরই সকলে হাততালি দিয়ে ওঠে।

তিনি আরও বলেন, আমরা চাই ভারতে বিনিয়োগ করুক ড্যানিশ কোম্পানি। তথ্য প্রযুক্তিতে ভারত কতটা এগিয়ে গিয়েছে তা বোঝাতে বলেন, ইন্টারনেট কানেকশন গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছে। কোভিড অতিমারিতে ভারতের ভূমিকা তুলে ধরেন মোদী।

Comments are closed.