দুয়ারে সরকারের ধাঁচে দুয়ারে পুরসভা কর্মসুচির সূচনা কলকাতায়

দুয়ারে সরকারের মতন এবার চালু হল দুয়ারে পুরসভা কর্মসূচি। শনিবার টালিগঞ্জ বিধানসভার আজাদগড়ে চালু হয়েছে এই কর্মসূচি। আজাদগড় বালিকা বিদ্যালয়ে শুরু হয়েছে শিবির। কলকাতা পুরসভার বিশেষ কমিশনার (রাজস্ব) সোমনাথ দের উদ্যোগে চালু হয়েছে এই কর্মসূচি। এরপর গোটা শহরেই চালু হবে দুয়ারে পুরসভা কর্মসূচির শিবির।

এরফলে মিউটেশন সহ জমি-বাড়ি সংক্রান্ত সমস্যার সমাধানে সাধারণ মানুষকে আর পুরসভায় যেতে হবে না। পুরসভার কর ও রাজস্ব বিভাগের লোকেরাই দুয়ারে গিয়ে সমস্যার সমাধান করবে। জানা গেছে, গত বছরই দুয়ারে পুরসভার ভাবনা ছিল পুরসভার। কিন্তু করোনা আবহে তা করা সম্ভব হয়নি। এই মুহুর্তে করোনা একটু নিয়ন্ত্রণে আসতেই এই নয়া ভাবনা কার্যকর করেছে কলকাতা পুরসভা।

সম্প্রতি কলকাতা পুরসভার রাজস্ব বিভাগের তরফে একটি ১০ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বকেয়া কর আদায়ের পাশাপাশি শহরে বিভিন্ন আবাসন ও বাড়ির মিউটেশন দ্রুত সেরে ফেলার আবেদন করা হয়েছে।

Comments are closed.