প্রস্তুতি ম্যাচে বেঙ্গালুরুর কাছে আটকে গেল ইস্টবেঙ্গল, ম্যাচ শেষ ১-১ গোলে

বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে অনুশীলন ম্যাচে আটকে গেল ইস্টবেঙ্গল। বুধবার সকালে এই ম্যাচ শেষ হয় ১-১ গোলে। ইস্টবেঙ্গলের হয়ে গোলটি করেন স্প্যানিশ স্ট্রাইকার মার্কোস। আই লিগের প্রস্তুতি কলকাতাতেই সারছে ইস্টবেঙ্গল। আর এই সময়ে নিজেদের শক্তির দুর্বলতা দেখে নিতে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রো। তিনি চেয়েছিলেন আইএসএল দলগুলোর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে। সেই মতই বেঙ্গালুরু এফসির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় ইস্টবেঙ্গল। গতবারের আইএসএল চ্যাম্পিয়ন এবং দেশের সেরা দল বেঙ্গালুরু এফসির সঙ্গে ইস্টবেঙ্গল প্রস্তুতি ম্যাচ খেলবে শুনে বেশ খুশি হয়েছিলেন সর্মথকরা। সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংহদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল কেমন খেলে সেদিকে তাকিয়ে ছিলেন সর্মথকরা।
অন্যদিকে বেঙ্গালুরু এফসি এখন আইএসএল খেলতে ব্যস্ত। তাই বোঝাই গিয়েছিল ছিল প্রথম একাদশের ফুটবলারদের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে নামাবেন না বেঙ্গালুরু এফসি কোচ। কিন্তু বুধবার সকালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বেঙ্গালুরুর যে দলটি নামল সেটিকে রিজার্ভ দল ছাড়া আর কিছু বলা যায় না। একঝাঁক জুনিয়র ফুটবলারের সঙ্গে প্রথম একাদশে ছিলেন রিনো অ্যান্টো এবং লিঙডো। ম্যাচের চার মিনিটে অবশ্য ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন স্প্যানিশ স্ট্রাইকার মার্কোস। প্রথমার্ধে বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেছিল ইস্টবেঙ্গল। মাঝমাঠে একাধিক পাস খেলে আক্রমণ করেছিলেন আলেজান্দ্রোর ফুটবলাররা। নির্ধারিত সময়ের শেষের দিকে ম্যাচে সমতায় ফিরে আসে বেঙ্গালুরু। ম্যাচের একদম শেষ মুহূর্তে সহজ সুযোগ নষ্ট করেন পরিবর্ত হিসেবে নামা ইস্টবেঙ্গলের স্ট্রাইকার রোনাল্ডো।

 

Comments are closed.