‘সুপারসাব’ বিদ্যাসাগর ডুরান্ড সেমিফাইনালে তুললেন ইস্টবেঙ্গলকে, ২-১ গোলে বেঙ্গালুরু এফসি’কে হারাল লাল-হলুদ শিবির

পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নেমে একাই দু’গোল করে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গলকে জেতালেন বিদ্যাসাগর সিংহ। যুবভারতীতে উঠল লাল-হলুদ ঝড়।
বিদ্যাসাগর সিংহ। যত দিন যাচ্ছে নায়ক হয়ে উঠছেন ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে। প্রতি ম্যাচে নামছেন আর বদলে দিচ্ছেন ম্যাচের রঙ। বুধবার বেঙ্গালুরু এফসির রিজার্ভ দলের বিরুদ্ধে, পিছিয়ে থাকা ম্যাচ ইস্টবেঙ্গলকে জেতালেন বিদ্যাসাগর। প্রথমার্ধের ২১ মিনিটে অজয় ছেত্রীর গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসির রিজার্ভ দলের ফুটবলারদের গতিতে বারবার বিপদে পড়ে যাচ্ছিল ইস্টবেঙ্গল রক্ষণভাগ।
দ্বিতীয়ার্ধে বিদ্যাসাগর সিংকে মাঠে আনেন ইস্টবেঙ্গল কোচ আলেসান্দ্রো। আর তারপরই পাল্টে যায় ম্যাচের রং। এবার বিদ্যাসাগরের গতিতে ত্রাহি ত্রাহি রব ওঠে বেঙ্গলুরু রক্ষণে। ৫৯ মিনিটে দুরন্ত গোলে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান বিদ্যাসাগর। ৭৩ মিনিটে আবার গোল। আবার ইস্টবেঙ্গল। আবার সেই বিদ্যাসাগর সিংহ। একার কাঁধেই এদিন ইস্টবেঙ্গলকে ম্যাচ জেতালেন বিদ্যাসাগর। তাঁর ভরসাতেই ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল। ২১ শে আগস্ট সেমিফাইনালে গোকুলাম কেরালার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।

Comments are closed.