হস্ত-কুটির শিল্পকে আর্থিক ভাবে চাঙ্গা করতে পূর্ব রেলের নয়া উদ্যোগ, TheBengalStory-র সঙ্গে কথা পূর্ব রেলের সিপিআরওর

হস্ত ও কুটির শিল্পকে আর্থিক দিক থেকে চাঙ্গা করতে নয়া উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। যার নাম হচ্ছে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’। রেলের স্টেশন গুলিতে এবার দেখা যানে হস্তশিল্পের আউটলেট। ইতিমধ্যেই হুগলির কোন্নগর স্টেশনে নদিয়ার শান্তিপুরের শাড়ির একটি আউটলেট খুলেছে।

TheBengalStory-কে পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী জানিয়েছেন, হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদা ডিভিশনে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্টের আউটলেট খোলা হচ্ছে। হাওড়া ডিভিশনের ২৮ টি স্টেশনে আউটলেট খোলা হয়েছে। শিয়ালদহের ২৫ টি স্টেশনে খোলা হয়েছে। আসানসোলের ৪৬ টি স্টেশনে, মালদা ডিভিশনের ৪৮ টি স্টেশনে খোলা হবে।

তিনি আরও জানান, হস্তশিল্পী ও কুটির শিল্পীদের আর্থিক দিক থেকে চাঙ্গা করে তুলতেই এই উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের উদ্যোগের মাধ্যমে হস্তশিল্পী ও কুটির শিল্পীরা সরাসরি রেলের বিভিন্ন স্টেশনে তাঁদের আউটলেট খুলতে পারবেন। কোনও শিল্পী যদি স্টেশনে আউটলেট খুলতে চায়, তবে তাঁকে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে হবে বলে জানান পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী।

ট্রেন ধরতে এসে বা ট্রেন থেকে নেমেই যাত্রীদের চোখে পড়বে এই সব আউটলেট। ফলে লাভের মুখ সহজেই দেখাতে পারবেন শিল্পীরা। বিভিন্ন দামের জিনিস এখানে পাওয়া যাবে। কোন্নগর স্টেশনে নদিয়ার শান্তিপুরের শাড়ির একটি আউটলেটে চোখে পড়ার মত ভিড় দেখা যায়। স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এই আউটলেটে রয়েছে বেনারসি, তাঁত ছাড়াও আরও অন্যান্য বিভিন্ন রকমের শাড়ি। ১৩০ টাকা থেকে শুরু করে ১৩০০ টাকা পর্যন্ত দামের শাড়ি পাওয়া যাচ্ছে এই মুহূর্তে এই আউটলেটে।

Comments are closed.